হাইব্রিড গাড়িতে EV মোড এক্টিভেট করলে, গাড়ি সম্পূর্ণভাবে ইলেক্ট্রিক মোটরে চালিত হয় এবং গাড়ির ইঞ্জিন সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায় | EV মোডে, হাইব্রিড গাড়ির ইলেকট্রিক মোটরটি হাইব্রিড ব্যাটারি দ্বারা চালিত হয় এবং ইঞ্জিন সম্পূর্ণ ভাবে বন্ধ থাকে বিধায়, তাই কোনো জ্বালানি খরচ হয় না |
যেহেতু EV মোডে ইঞ্জিন বন্ধ থাকে , তাই ইঞ্জিনের শব্দ ছাড়াই গাড়ি ড্রাইভ করা যায় | আপনি যদি এমন কোনো স্থানে গাড়ি ড্রাইভ করে থাকেন, যেখানে ইঞ্জিনের শব্দ অন্যের বিরক্তির কারন হতে পারে, সেই সব স্থানে EV মোড ব্যাবহার করতে পারেন |
EV মোড এক্টিভ করার জন্য আপানকে EV MODE বাটনটি চাপতে হবে । তবে EV মোড একটিভেশন কতগুলো শর্তের উপর নির্ভর করবে | শর্তগুলো হলো:
উপরের যে কোনো একটি শর্তের যদি তারতম্য হয় তবে EV মোড এক্টিভ হবে না | এবং গাড়ি স্বয়ংক্রিয় ভাবে নরমাল মোডে চলে যাবে |
উপরের লেখাটি টয়োটা হাইব্রিড সিস্টেমের উপর ভিত্তি করে লেখা হয়েছে |