নতুন গাড়ি কেনার ক্ষেত্রে আমরা সবাই দ্বিধা দ্বন্দে থাকি যে, কি গাড়ি কিনবো বা কোন গাড়ি কিনলে ভালো হবে ? বিশেষ করে যারা জীবনে প্রথম গাড়ি কিনছেন তারা এই সমস্যার বেশি সম্মুখিন হয় । আমরা বিশ্বাস করি, নতুন গাড়ি কেনার ক্ষত্রে সঠিক সিদ্ধান্ত নেয়ার একমাত্র উপায় হলো গাড়ি সম্পর্কে জানা । গাড়ি কেনার আগে আপনার উচিত হবে গাড়ি সম্পর্কে কিছু প্রাথমিক ধারনা নেয়ার চেষ্টা করা । এই প্রাথমিক ধারনা গুলি আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটিকে আরও সহজ করবে এবং আপানকে একটি বাস্তব সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ।
গাড়ি সম্পর্কে প্রাথমিক ভাবে আপনার যে বিষয় গুলো সম্পর্কে জানা প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো গাড়ির বডি টাইপ সম্পর্কে জানা । এখানে বডি টাইপ বলতে গাড়ির আকৃতিকে বা গঠন কে বুঝাচ্ছি এবং বাংলাদেশে প্রচলিত জনপ্রিয় বডি টাইপ গুলো তুলে ধরার চেষ্টা করছি ।
সেডান হলো বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় গাড়ির বডি টাইপ । আমাদের দেশে সেডান সাধারণত "প্রাইভেট কার" নামে বেশি পরিচিত । সেডান এর বডি কনফিগারেশন 3 BOX স্টাইলে ডিজাইন করা অর্থাৎ সেডানের বডি তিনটি ভাগে বিভক্ত । সেডানের সামনের অংশে ইঞ্জিন বে যা হুড অথবা বনেট নামেও পরিচিত, মাঝের অংশে ড্রাইভার ও প্যাসেঞ্জারদের বসার জায়গা এবং সর্বশেষে রয়েছে মালামাল বহনের জন্য ট্রাঙ্ক । সাধারণত সেডানে ড্রাইভার সহ মোট ৫ জনের ধারণ ক্ষমতা রয়েছে । সেডান এর নানাবিধ ব্যাবহারিক দিকের কারনে শুধু বাংলাদশেই না, সারা বিশ্বেই গাড়ির বডি টাইপের মধ্যে সেডান সর্বাধিক জনপ্রিয় ।
যারা মূলত শহরের ভেতর ড্রাইভ করেন এবং পরিবারে সদস্য সংখ্যা কম তাদের জন্য সেডান একটি আদর্শ গাড়ি । বাংলাদেশে জনপ্রিয় কয়েকটি সেডান গাড়ির উদাহরন হলো টয়োটা এক্সিও, টয়োটা প্রিমিও ইত্যাদি ।
সামনের দিক থেকে ওয়াগন আর সেডান দেখতে একইরকম তবে ওয়াগনের পেছনে সেডানের মতো ট্রাঙ্ক বা বুট নেই । এই বৈশিষ্ট্যটির পরিবর্তে, ওয়াগনের একদম পেছনে একটা দরজা রয়েছে যা উপরের দিকে খোলে, এই কারনে ওয়াগনে সেডান থেকে অপেক্ষাকৃত বড় মালামাল বহন করা যায় । সাধারনত ওয়াগনেও ড্রাইভার সহ মোট ৫ জন যাত্রী চড়তে পারেন । আপনাকে যদি গাড়ি ব্যাবহারের পাশাপাশি প্রতিনিয়ত ভারী মালামাল বহন করতে হয় তবে আপনি ওয়াগন বেছে নিতে পারেন । বাংলাদেশে বহুল ব্যাবহৃত কয়েকটি ওয়াগন গাড়ির উদাহরন হলো টয়োটা ফিল্ডার, প্রিয়াস আলফা ইত্যাদি ।
স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল - যাকে সংক্ষেপে এস.ইউ.ভি. (SUV) বলা হয়। বাংলাদেশে এস.ইউ.ভি "জিপ" নামে পরিচিত । যদিও, "জিপ" একটি আমেরিকান অটোমোবাইল ব্র্যান্ড যা স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল তৈরী করে করে । এস.ইউ.ভি. (SUV) এর ব্যাবহারিক দিক বিবেচনা করে বলা যায়, এস.ইউ.ভি. (SUV) তাদের জন্য ভালো, যারা প্রায়ই শহরের বাইরে যান অথবা এমন স্থানে ভ্রমণ করেন যেখানে পাকা রাস্তা নেই । সাধারণত এস.ইউ.ভি. (SUV) তে ওই সকল ভ্রমন স্বাচ্ছন্দে করার জন্য বিভিন্ন বৈশিষ্ট বিদ্যমান যেমন: শক্তিশালী ইঞ্জিন, বড় চাকা এবং অধিক গ্রাউন্ড ক্লিয়ারেন্স । বেশী ওজন এবং বড় ইঞ্জিনের কারণে এস.ইউ.ভি. (SUV), সেডান এবং ওয়াগনের তুলনায় কম জ্বালানী সাশ্রয়ী ।
বাংলাদেশে মিনিভ্যান ব্যাপকভাবে "মাইক্রো বাস" নামে পরিচিত । সাধারণত এসব গাড়িতে তিন সারির আসন রয়েছে এবং এটি ড্রাইভার সহ ছয় থেকে আট জন যাত্রী বহন করতে পারে । আপনার যদি বড় পরিবার থাকে এবং আপনি যদি কম বাজেটে একটি বড় গাড়ি কিনতে চান, তবে মিনি ভ্যান আপনার জন্য উপযোগী হতে পারে ।